আজকের দিনে স্মার্টফোন প্রায় সবার হাতে| সারাদিন মোবাইলে সঙ্গে ব্যস্ত থাকা আর সারারাত মোবাইল চার্জে বসিয়ে রাখা | বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের ব্যাটারির সমস্যা অনেকেই পরেন| কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার কিছু পদ্ধতি আছে যা মেনটেন করলে আপনার মোবাইলের ব্যাটারি বেশি দিন লাস্টিং করবে|
1, মোবাইল কখন চার্জে দিতে হবে?
একটি স্মার্ট ফোনকে চার্জ দেওয়ার সঠিক নিয়ম যখন ব্যাটারীতে 50শতাংশ এবং 90 শতাংশ পরিমাণে চার্জ থাকা উচিত| 50% চার্জ কমে গেলে চার্জ করা উচিত|
মনে রাখবেন 90 শতাংশ থেকে 95 শতাংশ এর বেশি চার্জ দিবেন না |মোবাইল চার্জার খুলে রাখুন|
2,চার্জের পরিমাণ 20% দেওয়া যাবে না
হঠাৎ করে 20% কম চার্জ হয়ে গেলে আমাদের মোবাইলে নোটিফিকেশন আসে,সেই সময় ব্যাটারি চার্জের পরিমাণ অনেকটাই কমে যায় 55% মানুষের ব্যাটারি এভাবে নষ্ট হয়ে যায়|
মনে রাখবেন যখন মোবাইলে ব্যাটারি 20% কম চার্জ হয়ে যায় তখন ব্যাটারি দুর্বল হয়ে পড়ে |এইভাবে 20% কম চার্জ হতে থাকলে আপনার মোবাইল ব্যাটারি দিনের-পর-দিন নষ্টের দিকে চলে যায় এক্ষেত্রে আপনি যখন বড় এমবির গেম কিংবা অ্যাপস ডাউনলোড করবেন তখন আপনার মোবাইল ব্যাটারি লোড নিতে পারবে না ফলে আপনার মোবাইল সুইস ওফ হযার চানস থাকে|
3. ১০০% ব্যাটারি চার্জ দেওয়া উচিৎ?
না, তবে দিলেও সব সময় ১০০% অব্দি চার্জ দেওয়া যাবে না। যে কোনও স্মার্টফোনে সম্পূর্ণ ১০০% চার্জ না দিয়ে, ৯০% থেকে ৯৫% অব্দি চার্জ দিলে, মোবাইল ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে, মাসে একবার সম্পূর্ণ ০% থেকে ১০০% ফুল চার্জ দিতে হবে। এই প্রক্রিয়ার সাহায্যে “battery recalibrate” হবে।


1 Comments
FREE Bitcoin - http://raboninco.com/1TxAn
ReplyDelete